ডিভাইড এন্ড রুল
ডিভাইড এন্ড রুল- প্রবাদটি শুনলেই মনে পড়ে ব্রিটিশদের কথা। ধর্মের ভিত্তিতে ভাগ করে প্রায় ২০০ বছর ভারত উপমহাদেশ শাসন করে গেছে ইংরেজরা। তবে এই আইডিয়া আরো বহু পুরোনো। এই ফ্রেজের বুতপত্তি ল্যাটিন Divide et empera থেকে। লিখিত ও সুস্পষ্টভাবে প্রথম এ ধারণা পাওয়া যায় আজ থেকে ২৫০০ বছর আগে চাইনিজ সমরনায়ক ও দার্শনিক সান জু এর লিখিত স্ক্রিপচারে; আমাদের কাছে পরিচিত আর্ট অফ ওয়ার নামে। তিনি লিখেছেন, ডিভাইড এণ্ড কনকোয়ার। তার মতে, শত্রুকে ভাগ করে ফেললে অস্ত্র না ধরেও যুদ্ধ বা দেশ জয় করা যায়। ডিভাইড এন্ড রুল ধারণাটি এখনো বহুল চর্চিত। দেশে দেশে জাতিগত বিদ্বেষ উসকে দিয়ে, অশান্তি সৃষ্ঠি করে ফায়দা লুটে নিচ্ছে আধুনিক সিউডো-ইম্পেরিয়ালিস্টরা। আফ্রিকা কিংবা মধ্য প্রাচ্যের দিকে তাকালেই দেখবেন কোথাও তেলের জন্য , কোথাও সোনা-দানা- হীরাসহ নানা প্রাকৃতিক সম্পদের লোভে একই দেশে নানা জাতিভেদ তৈরি করে শোষণ চলমান। আবার অনেক অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি নানা গোত্র বা এলাকার মধ্যে বিভক্তি তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করে। আসল কথায় আসি। ডিভাইড এন্ড রুল এক চিরন্তন কার্যকরী হাতিয়া...