প্রশান্ত বুদ্ধ
কিভাবে বুদ্ধের শিক্ষা ও দর্শন এত দ্রুত সারা দুনিয়া ছড়িয়ে যায়, কি কারণে বুদ্ধ নিষ্কণ্টকভাবে ধর্ম প্রচার করতে পেরেছিলে্ন, আর কেনইবা তার ধর্ম-দর্শন সারা পৃথিবীতে সগৌরবে বিরাজ করলেও জন্মভূমি ভারতবর্ষে মিইয়ে গেছে? বুদ্ধ ছিলেন রাজপুত্র। তিনি পেয়েছিলেন তৎকালীন এ এলাকার সমস্ত রাজাদের আনুকূল্য। সর্বভারতীয় সম্রাট অশোক, মগধের রাজা বিম্বিসার, কৌশল্যের রাজা প্রসেনজিৎ, সাচি ও বারহুতের শাসনকর্তা, রাজা মিনান্দারসহ উত্তর-পশ্চিম ভারতের গ্রিক বংশদ্ভুত শাসকগণ সকলেই উদারভাবে বুদ্ধের মত গ্রহণ করেছে ও প্রচারে সাহায্য করেছে। স্বাভাবিকভাবেই, বুদ্ধের বাবা ও তার সমসাময়িক রাজাগণ সকলে উদার চিত্তে বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং এ ধর্মের মহিমা প্রচার করেন । কুষাণ সম্রাট কনিষ্কের চেষ্টায় প্রথম শতাব্দীতে বৌদ্ধধর্ম পৌঁছে যায় কাশ্মীর, ইরান, আফগানিস্তানের কাছাকাছি। শীঘ্রই চীনসহ মধ্য এশিয়াতে ছড়িয়ে পড়ে বৌদ্ধধর্ম। সম্রাট অশোক শ্রীলংকা, কম্বোডিয়া, লাউস, থাইল্যান্ডবাসীদের কাছে বৌদ্ধ ভিক্ষুদের পাঠান । আজ থেকে ১...