মানুষের নানা প্রদর্শিত সুখ দেখে বিভ্রান্ত হবেন না
ব্যাপারটি শ্রুতিকটু, তিক্ত কিন্তু বাস্তব। মানুষকে যতটা মহামানুষ মনে করি, মানুষ তার চেয়ে বেশি ছোটলোক ও ইতর- বলেছেন ভেবলেন থরস্টেইন। তিনি সরাসরি বলেন নাই, ঘুরিয়ে-প্যাচিয়ে বলেছেন। ভেবলেন বলেছেন, মানুষের সকল কাজ বা অকাজের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপত্তি (prestige) অর্জন ও স্বীকৃতি ( recognition) আদায়। সম্পদ অর্জন ও উচ্চ আয়ের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। শুধু ভোগ করলেই হবে না, এ ভোগ হতে হবে জাকজমকপুর্ণ, প্রদর্শনযোগ্য ও সুস্পষ্ট(conspicuous)।লোকে যাতে ঠাহর করতে পারে এ লোকের ম্যালা আছে, সে খরচ করছে , সে বাপের ব্যাটা। ভেবলেনের আগে এডাম স্মিথ মানুষের এই ইতরামি স্বভাবের কথা বলেছেন। স্মিথ অনেক গভীরে চলে গেছেন, মানুষের একটি ডার্ক ইভোলুশিনারি জেনেটিক বৈশিষ্ঠ্যের উপর নজর দিয়েছেন। মানুষ অন্যদের সুখ বা সফলতার সাথে বেশি কানেক্ট করতে পারে, অনুভব করতে পারে; অন্যদের দু:খ-কষ্টের সাথে অত ভালোভাবে সংযুক্ত হতে পারে না। অন্য সব মানুষ এটি জানে , তাই দু:খ- কষ্ট কিংবা না পাওয়ার বেদনা চাপা দিয়ে রাখে। অন্যদিকে অর্থ সম্পদ অর্জন, সাফল্য বড়াই করে প্রদর্শন করে। স্মিথ এটিকে বলেছেন Parade of Riches. মার্...