পোস্টগুলি

Environment লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষের নিজের স্বার্থেই উচিত প্রকৃতিকে নষ্ট না করা

  সমুদ্রজয় ও অভিযানকে কেন্দ্র করে গড়ে উঠে ইউরোপের আধুনিক সভ্যতা। সমুদ্রের নিয়ন্ত্রণ আরবদের হাত থেকে কেড়ে নিয়ে ১৫০০-১৮০০ সালের মধ্যে পৃথিবীর প্রায় ৮৭% ভূমি কব্জা করে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয়রা। পৃথিবীর আদি আইনগুলো রচিত হয়েছে জমির দখল নিয়ে-- কার ভাগে কতটুকু ভূমি। এরপর আইন আসে কার সমুদ্র কতটুকু সে ধারণা হতে। মাটি, পানি হতে আস্তে আস্তে আইন উঠে আসে ক্রিমিনাল অফেন্স ও অন্যান্য বিষয়ে। আগে  মানুষের প্রধান সম্পত্তিও ছিল ভূমি। শুরুতে যারা আইনপ্রণয়নের সাথে জড়িত ছিল তারা ছিল প্রচুর ভূসম্পত্তির মালিক। পরে সম্পত্তির ধারণা দাঁড়ায় ভূমি ও শ্রমের সংমিশ্রণ হিসেবে। উপনিবেশিক শক্তিরগুলো সকল ভূমির  অপদখল ও আদিবাসীদের হত্যা জায়েজ করার জন্য এগিয়ে এলো নানা বুদ্ধিজীবী  বা তাত্বিকেরা। জন লক বললেন, যে জমিতে কৃষিকাজ করে না তার জমিতে অধিকার নেই। সে জমিতে জন্তু-জানোয়ারের মত থাকে। ইউরোপিয়ান আইনের ভাষায় এসব জমিকে বলা হত টেরা নুলিয়াস বা পতিত জমি। শুরুতে মানুষের অর্থনীতি ভূমি কেন্দ্রিক হলেও পরে আস্তে ডাল পালা ছড়িয়ে স্টক মার্কেট বা ভার্চুয়াল মুদ্রা পর্যন্ত পৌছে যায়। আগের মত খাওয়া-পড়ার জন্য আমাদের জমি...