ব্যাঙ খান বা বিড়াল মারুন
এর কাছাকাছি ভাবানুবাদ হতে পারে ‘বিড়াল মারা’। আমাদের প্রত্যেকের জীবনে নানা পর্যায়ে নানা ধরণের অসংখ্য বিড়াল আসে, উৎপাত করে, কর্মস্পৃহাকে থামিয়ে রাখে। ক্যারিয়ার ও জীবনে সফল হওয়ার জন্য যথাসময়ে সঠিক বিড়ালটি মারা উচিত, অথবা বিড়ালটিকে তাড়িয়ে দেয়া উচিৎ। ‘ইট দ্যাট ফ্রগ’, ব্যাঙ খাওয়া বা বিড়াল মারা খুব গুরুত্বপূর্ণ । যা আমাদের নতুন কিছু শুরু করতে, লক্ষ্য পূরণ করতে , আমাদের ক্যারিয়ারে, ব্যাক্তি জীবনে সফল হওয়ার পথে মানসিকভাবে বাধা হয়ে দাঁড়ায় তাই হচ্ছে ‘ব্যাঙ’ বা ‘বিড়াল’। এ বাধাগুলোকে দূর করার জন্য কিছু পরীক্ষিত পদ্ধতি বা কর্মপন্থা অনুসরণ করলে সফল হওয়া যায়। কারো জন্য এ বাধা শুধু আলসেমি বা দীর্ঘসুত্রিতা। কারো জন্য শুরু করার সাহসের অভাব, কোনটা আগে কোনটা পরে শুরু করব এ নিয়ে সিদ্ধান্থীনতা বা অসফল হওয়ার নানা ধরণের অহেতুক ভয়। তবে সঠিক পদ্ধতিতে সামনের দিকে আগালে এ সকল সমস্যা খুব বেশি বড় বাধা হয়ে দাড়াতে পারে না। ইতালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো তত্বটি দাড় করিয়েছিলেন অর্থণীতির শ্রেণীবিভেদ ব্যাখ্যা করার জন্য । তিনি বলেছিলেন ২০% শোসক শ্রেণী ৮০% আমজনতার উপর অর্থণ...