প্রিয় মাতৃভূমি ধারণ করুক নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা
কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় অনেক কিছু হতে চেয়েছিলেন। ইস্রাফিলের শিঙ্গার হুঙ্কার হতে শুরু করে কুমারীর প্রথম পরশ। তার বিদ্রোহ ছিল প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে , সাম্প্রদায়িকতার বিরুদ্ধে , ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে । তবে এ কবিতা লিখার সময় নিজে সরাসরি কিছু বলেননি। তার বিদ্রোহের জন্য ধর্ম , মিথ ও বাস্তবতার সকল শক্তি অর্জন করতে চেয়েছেন। বিদ্রোহী কবিতায় অনেক কিছু হতে চাইলেও সবচেয়ে বেশী হতে চেয়েছেন দেবী দূর্গা। দূর্গা অর্থ অপরাজেয় । পুরান মতে দূর্গা অসুর ও মহিষাসুর বধ করার জন্য বিভিন্ন দেবতা হতে দশটি শক্তি বা অস্ত্র প্রাপ্ত হন। এগুলো হলো শঙ্খ, চক্র, পদ্ম, তলোয়ার বা খড়্গ, তীর-ধনুক, ত্রিশূল, দণ্ড বা গদা, বজ্র বা অশনি, সাপ, অগ্নি। বিচ্ছিন্নভাবে সংগৃহীত নিচের লাইনগুলো পড়ুনঃ {{ আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।– (অগ্নি) - আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,-- (বজ্র) - আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড, (ত্রিশূল, দণ্ড/ গদা) আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! ( শঙ্খ, চক্র, ) ...