পোস্টগুলি

Policy লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একটা সাফ টাইটেল বনাম টাইটেল নাইন

বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন। সাফ চ্যাম্পিয়ন-২০২২। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এ নারীদের সাফ চ্যাম্পিওনশিপের এ টাইটেলের মুল্য অপরিমাপযোগ্য। ১৯৭২ সালে কংগ্রেসে  পাশ হওয়া  টাইটেল নাইন আমেরিকার খেলাধুলার ইতিহাসকে বদলে দিয়েছে। ওরা আইনকে নম্বর ও সাল অনুযায়ি টাইটেল বলে। এই আইনটি মুলত শিক্ষা প্রতিষ্ঠানে সকল রাষ্ট্রীয় ব্যায় বৈষম্যেকে দূরীভূত করেছে। টাইটেল নাইনে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্রিয় কোষাগারের টাকা নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে ব্যায় করতে হবে, জেন্ডারের উপর ভিত্তি করে কারো জন্য একটাকা কমবেশি করা যাবে না। এটি শিক্ষার সকল ক্ষেত্রে সমতা নিশ্চিত করলেও সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে খেলাধুলায়। আমেরিকানরা রাগবির মত একধরণের মারাত্মকভাবে পুরুষালি খেলা খেলে থাকে, যাকে তারা বলে আমেরিকান ফুটবল। আমাদের ফুটবলকে বলে সকার। আমেরিকান ফুটবল খুব রিস্কি, শারিরীক ঝুকি অনেক বেশি। অন্যান্য ইনজুরির পাশাপাশি, মাথায় কনকাশন রেট তীব্র। খেলাটি অনেকটাই তাদের নিজস্ব দেশীয় , আন্তর্জাতিক প্রতিযোগিতার বালাই নেই , কিন্তু তাদের নিজেদের এ খেলা নিয়ে উম্মাদনার শেষ নেই। বিশ্ববিদ্যালয়ে, স্কুলে ভাল খেলোয়াড়...