ছফার পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরান বইতে কি আছে?
ধরুন আপনি আহমেদ ছফার কোন বই আগে পড়েন নি, তাকে তেমন ভালো ভাবে জানেন না। এ বইটি পড়ে বড় মাপের একজন আউলা টাইপ হিসেবে আবিষ্কার করবেন। একজন মানু্ষ কিভাবে একধরণের ঈর্ষণীয় আনন্দঘন জীবনযাপন করতে পারেন -যেসব আনন্দ আমরা সাদা চোখে বা চশমা লাগিয়ে কোনভাবেই খূজে পাই না! এই আনন্দগুলো আবিষ্কার করে তিনি দেখিয়েছেন ' পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরান' বইয়ে। আপাত দৃষ্টিতে অনর্থক কিংবা দৃষ্টির সীমানার বাইরে থাকা ছোট ছোট বিষয়গুলো কিভাবে নিজের মত পরিচর্যা করে আনন্দ খুজে বের করে নিতে হয় ছফা নতুন করে শিখিয়েছেন। আমাদের পাশে পড়ে থাকা পতিত জমি, বাসার কোনার পাখির বাসা কিংবা পাখির গান কিংবা রাস্তায় ঘুরে বেড়ানো টোকাই শিশুদের বাল্য শিক্ষার আয়োজন- সবকিছুই ছফাময় করে তুলেছেন লেখক তার এ বইয়ে। পতিত জমি আবাদের কথা বলেছেন , ক্ষুধার্তকে আয়োজন করে খাওয়ানোর কথা বলেছেন। প্রচন্ড হিউমার, মেটাফোর আর সার্কাজম এ বইয়ের মুল শক্তি। উপন্যাসের আদলে লেখা তার খন্ডিত আত্বজীবনী। আধুনিক গদ্যসাহিত্যের বড় একটি অংশ যেমন কাফকায়েস্ক বা কাফকায়িত, আমার মতে, ছফা পরবর্তী সময়ের বাংলা সাহিত্য উল্লেখযোগ্য অংশ ছফায়িত। বই...