ইনফেকশন: এভয়েড দ্যা আনহ্যাপি এন্ড আনলাকি
কেইস-১: ড্যান্সার ও পারফর্মার হিসেবে সফল হবার জন্য ১৮৪০ সালে ২২ বছর বয়সে মেরি গিলবারট আয়ারল্যান্ড থেকে প্যারিসে চলে আসে এবং লোলা মন্তেস নাম ধারণ করে। নাচের জগতে সফল না হতে পেরে আদিম পেশা শুরু করে। ভীষণ সুন্দরী হওয়ার সুবাদে বারবনিতা হিসেবে দ্রুত নাম কামায়। খোঁজ খবর নিয়ে জানা যায় শুধুমাত্র আলেকজান্ডার ডু যারিয়া প্যারিসে লোলার নাচের ক্যারিয়ারকে নতুন জীবন দান করতে পারে। আলেকজান্ডার ছিল ফ্রান্সের বড় পত্রিকার মালিক, ধনী ও শিল্প সাহিত্য বিশেষজ্ঞ। লোলা তাকে টার্গেট করে। তথ্য পায়, আলেকজান্ডার সকালে ঘোড়ায় চড়ে ঘুরতে বের হয়। লোলাও ভীষণ ভালো হর্স রাইডার । একদিন ইচ্ছে করে দুর্ঘটনার ভান করে আলেকজান্ডারের ঘোড়ার উপর পড়ে যায়। এরপর প্রতিদিন তারা একসাথে ঘোড়া নিয়ে বের হত, এক মাসের মধ্যেই লোলা আলেকজান্ডারের ফ্ল্যাটে থাকা শুরু করে। আলেকজান্ডার গভীর প্রেমে পড়তে থাকে, বিয়ের কথা ভাবতে থাকে। প্রেমিকের প্রভাবে লোলার নাচের ক্যারিয়ার উজ্জ্বল হতে থাকে। তবে সমস্যা হলো--লোলা ১৯ বছর বয়সেই পালিয়ে বিয়ে করে ডিভোর্স ছাড়াই প্যারিসে চলে এসেছিল। হঠাৎ আলেকজান্ডারের ব্যবসা এবং এবং সামাজিক প্র...