পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চেপে রাখা অর্থণীতি: মুক্তবাজারের মিথ্যাবাজার

“ মুক্তবাজার অর্থনীতি রাষ্ট্রীয়  সকল রোগের মহৌষধ ।  উন্নত দেশ হিসেবে পরিচিতরা  সকলেই  নিও-লিবারেল মুক্তবাজার অর্থনীতির চর্চা করে এতদূর পর্যন্ত এসেছে।  অতীতেও তাদের বাজার আমদানি-রপ্তানির জন্য উম্মুক্ত রেখেছিল,  সর্বনিম্ন  আন্তর্জাতিক শুল্ক প্রয়োগ করা হয়েছিল,  যাতে  দেশগুলো একে অপরের সাথে প্রয়োজনমতো সেবা, প্রযুক্তি বা পণ্য আমদানি-রপ্তানি করতে পারে।  এতে ভোক্তারা সর্বনিম্ন মূল্যে  সরকারি বাধা ছাড়াই দেশি-বিদেশি পণ্য ও সেবা গ্রহণ করতে পারবে।   ব্যয় সাশ্রয় হবে,   সাশ্রয়কৃত  অর্থ বিনিয়োগ করে অর্থনীতিতে গতি সঞ্চার করবে। রাষ্ট্রায়াত্তকরণ,  বিদেশি পণ্যের আমদানি, বিদেশি বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা,  দেশিপণ্যের উপর ভর্তুকি প্রদান , রক্ষণশীল বাণিজ্যনীতি মুক্তবাজার হলো নব্য-উদারবাদ অর্থনীতির অন্তরায়।  দেরিতে হলেও ১৯৮০ এর পর থেকে পৃথিবীর সব দেশ, বিশেষ করে  অনুন্নত দেশগুলো বুঝতে পেরেছে তাদেরকেও বড় ভাইদের মতো মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ চর্চা করতে হবে,  নতুবা তারা কোনদিনই উন্নত দেশের কাতারে ...

ভাবাদর্শিক রাষ্ট্রচিন্তা: আলথুসেরের রাষ্ট্রপাঠ

প্রত্যেক সমাজের একটি মোড অফ প্রোডাকশন বা উৎপাদনের প্রক্রিয়া, পদ্ধতি ও  ধরন রয়েছে । মোড অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যবস্থার  সুনির্দিষ্ট কিছু শর্ত থাকে।  পুঁজিবাদী সমাজ টিকে থাকে এই শর্তসমূহের পুনরুৎপাদনের মাধ্যমে।  চলমান পুঁজিবাদী  সমাজব্যবস্থা দুটি জিনিস পুনরুৎপাদন করে থাকে: একটি হলো উৎপাদনের পদ্ধতি ও  শক্তিসমূহের পুনরুৎপাদন, অন্যটি হলো   উৎপাদনের বর্তমান সম্পর্কের পুনরুৎপাদন।  মজুরির মাধ্যমে শ্রমশক্তির পুনরুৎপাদনের  বন্দোবস্ত করা হয়। শ্রমিক তার মজুরির মাধ্যমে সন্তান-সন্ততিদের বড় করে তুলে ভবিষ্যতের শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য। যে মেশিনগুলো দিয়ে উৎপাদন করা হয় সেগুলো পুনরুৎপাদন করাও  পুঁজিবাদী ব্যবস্থার  জরুরি একটি অংশ।   আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য শিশুকাল হতেই  বিদ্যালয়ে পাঠানো হয় এবং প্রয়োজনমতো শিক্ষানবিশ হিসেবে কাজ করানো হয়।  এতে তারা পুঁজিবাদী  উৎপাদন সংস্কৃতির সাথে  ধাতস্থ হতে পারে, উৎপাদনের আদব-কায়দা শিখতে পারে।   গড়ে ওঠা শ্রমবিভাগ নিবিড় ভাবে পালন করার জন্য, মান্য ক...