নেতৃত্বের কালো অধ্যায়: Never Outshine Your Master
ফ্রান্সের রাজা চতুর্দশ লুই তরুন। সবে সিংহাসনে বসেছেন। প্রধানমন্ত্রীর পদ ফাকা হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার নিকোলাস ফুকো সাহেব খুব যোগ্য লোক, স্মার্ট, জ্ঞানী, যোগাযোগে সাংঘাতিক দক্ষ। তার টার্গেট সেই পদ। কিন্তু রাজা ইচ্ছে করেই সে পদ ফাকা রাখলেন। ফাইন্যান্স মিনিস্টার সাহেব আহত হলেন। কিন্তু মুষড়ে পড়েন নাই। তার মনে হলো রাজাকে যেভাবেই হোক ইম্প্রেসড করতেই হবে। পদ বাগাতে হবে।
রাজার মন পেতে নিকোলাস সাহেব বিরাট পার্টি থ্রো করলেন। সে সময়ের ইউরোপের সেরা গায়ক-শিল্পীদের আনলেন। পরিবেশন করা হল ইউরোপের সকল দেশের সেরা সেরা সুস্বাদু খাবার ও পানীয়। মলিয়েরকে দিয়ে নতুন নাটক লিখিয়ে সেরাশিল্পীদের দিয়ে অভিনয় করালেন। এত জাকজমক আতশবাজি আলোকসজ্জা এর আগে কেউ কোন্দিন দেখেনি। সে সময়ের ইউরোপের রাজা-রাণী, প্রিন্স-প্রিন্সেস বুদ্ধিজীবীদের পার্টিতে দেখা গেল। সন্ধ্যা হতে ভোররাত পর্যন্ত চলল পার্টি।
রাজা লুইস শুরু হতে শেষ পর্যন্ত উপভোগ করলেন। শুরু থেকেই একেক বিষয় প্রদর্শিত হয় আর মিনিস্টার সাহেবের প্রশংসায় পঞ্চমুখ হয় সবাই। কি দক্ষতা, যোগ্যাতা, যোগাযোগ ক্ষমতা, ক্যারিশমেটিক এক সংগঠক আয়োজক মিনিস্টার সাহেব। এর চেয়ে প্রধানমন্ত্রীর পদের যোগ্য কে আছে?এবার মনে হয় রাজা তাকে পছন্দ করে দায়িত্ব দিয়ে দেবেন।
পরদিন সকালেই রাজা লুইস দায়ত্ব পরিবর্তন করে দিলেন। নিকোলাসকে রাজতহবিল তসরুফের অভিযোগে বরখাস্ত করলেন, মামলা দিলেন। মামলায় তাকে যাব্বজ্জীবন নির্বাসন দিলে নির্বাসিত দুর্গেই তিনি ধুকে ধুকে মারা যান।
অন্যদিকে নিকোলাসের স্থলাভিষিক্ত করলেন জা বাপটিস্ট কোলবার্টকে। কোলবার্রটের বড় যোগ্যাতা ছিল তিনি ছিলেন ভীষণ কৃপণ, লো প্রোফাইলে থেকে সাধাসিধে জীবনযাপন করেন। রাজা পরে তাকে সবচেয়ে বড় পদটিও দিয়েছিলেন। কোলবার্ট ফ্রান্সের অর্থনীতিকে পুনর্গঠন করেন এবং পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন। উন্নয়ন অর্থণীতিতে তার নামে কোলবার্টিজম চ্যাপ্টার আছে। পাশাপাশি তিনি আধুনিক মার্কেন্টালিজমের পুরোধাদের মধ্য অন্যতম।
অন্যদিকে রাজা চতুর্দশ লুই ৭২ বছর ১১০ দিন রাজত্ব করে পৃবিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন রাজত্ব করা মোনার্ক।
মোরাল অফ দ্যা স্টোরি: Never outshine your Master.
ব্যাখ্যা: লিডারশিপ এবং পাওয়ার গেইমের মধ্যে সুক্ষ্ণ তফাৎ আছে। এটা বুঝতে পারা জরুরি। উতপাদনমুখী লিডারশিপ গেইমে ভাল নেতৃত্ব তার চেয়ে যোগ্য ব্যক্তিকে হয়ত প্রমোট করতে পারে , সহ্য করতে পারে, পাওয়ার গেইম পারে না। ক্ষমতার খেলা হিরোইজিম সহ্য করে না। তরুণ রাজা লুই দেখেছেন , কর্ম যোগ্যতায় নিকোলাস তার চেয়ে উজ্জ্বল।এমন প্রধানমন্ত্রীর পাশে রাজা হিসেব তাকে খেলো দেখাবে। তাই কাকে তিনি মাইনাস করেছেন।
আসলে ক্ষমতাবান প্রত্যেক মানুষ একেকজন রাজা লুই। মানুষ যত ক্ষমতার উপরের দিকে যায় ততবেশি ইনসিকিউরড বোধ করে। কে কিভাবে তাকে দেখছি, আশে পাশের লোকজনকে অন্যরা কিভাবে দেখছে এসব মাথায় সবসময় ঘুরপাক খায়। অধীনস্থরা তার চেয়ে বেশি মনোযোগ-প্রশংসা পেলে বা যোগ্যতা দেখালে মাস্টার/বস/ মালিকের মাথা খারাপ হয়ে যায়।
বস/মালিক/মাস্টারতো অবশ্যই , যোগ্যতার অতিরিক্ত প্রদর্শন আপনার অন্য পিয়ারদেরকেও শত্রুতে পরিণত করবে। তাই সময়ে বোকা হোন, লেইম আচরণ করুন, ফ্ললেস হওয়ার চেষ্ঠা করাটাই একটা বিরট ফ্ল। বিপদে পড়বেন।
সুত্র: Robert Greene, the 48 Laws of Power.
Law number 1: Never Outshine your Master.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন