ইউনিভার্সাল কোডিং

 "ব্যাথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো।”- বুদ্ধ

ছোটবেলায় কিরামান-কাতিবিন এর মোড অফ একশন বোঝার চেষ্ঠা করতাম। দুজনে মিলে  ৬০০ কোটি মানুষের ডাটা ম্যানেজমেন্ট কিভাবে করে? কিরামান-কাতিবিন, চিত্রগুপ্ত, গার্ডিয়ান এঞ্জেল, রেকর্ডিং এঞ্জেলদের কাজ ছোটবেলায় যতটা কঠিন মনে হতো এখন অত কঠিন মনে হয় না। 


মেসেঞ্জার , হোয়াটসএপ, গুগল ,  সিসিটিভি বা এই টাইপের একটা-দুইটা এপস এর সাথে একটা-দুইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি  দিয়ে ডাটা সর্টিং আর প্রসেসিং করার সুযোগ করে দিলেই কাজটা সহজ। এগুলোর কোডিং একটু ভাল হলেই ১০০% ডাটা ম্যানেজমেন্ট করা যাবে।


লাইনে আসি। কোডিং জিনিসটার মধ্যে একটা ব্যাপার আছে। সৃষ্টিকর্তা/মাদার নেচার প্রতিদিন নিজে বা তার এঞ্জেল রিসোর্স মেনেজমেন্ট সিস্টেমে/ ন্যাচারাল মেনেজমেন্ট সিস্টেমে  প্রত্যেক দায়িতপ্রাপ্ত এঞ্জেলদের/ন্যাচারাল একটরদের  এত দৌড়াদৌড়ি করে সকল জীবের জন্ম-মৃত্যু- কর্ম সম্পাদন করা, কর্মের ফিরিস্তি প্রতিদিন প্রতি মুহুর্তে আলাদা করে হিসেব করা/আপডেট করা, সিস্টেম  ঠিকঠাক রাখার লেস এফিশিয়েন্ট পদ্ধতিতে যাওয়ার কথা না। 


হতে পারে, প্রত্যেক জীবের সাথে মহাবিশ্বের সবকিছুকে ইন্টিগ্রেট করে একটা কোডিং করা আছে। একটা নির্দিষ্ট কম্পিউটার ধরেন ৭০ টেরাবাইট বেশি  ডাটা প্রসেস করতে না পারলে উল্টাপাল্টা করে , তেমনি ধরেন ২০০কেজি রেডমিট খাইলে  আপনার কোলেস্টেরল হাই হবে। ১০০১২ টি সিগারেট খেলে আপনার ঝামেলা শুরু হয়ে যাবে। ১১০ জায়গায় চুরি করে ১১১ তম দিনে ধরা খাবেন। 


একখান শক্তিশালী ইন্টিগ্রেটেড কোডিং কইরা দিছে ছাইড়া জনম ভইরা চলতে আছে। 


আসল কথায় আসি। কোডিং যদি ইউনিভার্সের মোড অফ একশন হয় , প্রানীজগতের জন্য সবচেয়ে অনিবার্য কোডিং ইন্সট্রাকশন হল স্ট্রাগল, লড়াই, ফাইট, পেইন। নিজের কথা বাদ , টিভিতে একটা নেচারাল ডকুমেন্টারি দেখলেই ক্লিয়ার। একটা বাঘকে দেখেন একবেলা খাবারের জন্য কি পরিমাণ ঝুকি নেয়া লাগে, একটা হরিণ আরাম করে ঘাস খেতে পারে না। একটা ব্যঙ আরাম করে ঘ্যাংর ঘ্যাং করতে পারে না, সাপে খপ করে খেয়ে ফেলে, ঈগলে আবার সাপকে ছো মেরে নিয়ে খেয়ে ফেলে। 


ধ্রুব এক অনন্ত লড়াই।


অন্যদিকে আমরা জেনে গেছি প্রত্যেক প্রাণির আলাদা আলাদা জেনেটিক কোডিং আছে। এ কোডগুলো প্রত্যেক আলাদা স্পিশিজ ও  ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করে। ওভারঅল বিবর্তনটাও কোডিং করে ছেড়ে দেয়া আছে- যারা স্ট্রাগলে সার্ভাইভ করবে সার্ভাইভাল অফ ফিটেস্ট  হিসেবে তারা টিকে যাবে; আসলে এটা খুব সহজ একটা কোডিং- অনেক ভিডিও গেমসেই এই কোড করে বাজারে ছেড়ে দেয়া আছে। 


দেয়ারফোর, অনলি স্ট্রাগল ইজ রিয়েল। 


এই মুহুর্তে পৃথিবীর প্রায় ১০০ কোটি মানুষ জানে না ঘুম থেকে উঠে সারাদিন কি খাবে। পরের দিন , পরের সপ্তাহ , পরের মাসের কথা হিসেবে ধরলে মাথা আওলায়ে যাবে। খাওয়ার কথা বাদ , পৃথিবীর কত লোক নিজে বা আপনজনের রোগ-শোক, যু/দ্ধ- বিগ্রহ ,   স্বাধীনতা, আত্বসম্মান , মামলা- মোকদ্দমা , পরীক্ষায় পাশ, পদোন্নতি  আরো কত কি নিয়ে স্ট্রাগল করছে। টপ লিডারদের ক্ষমতায় যাওয়া নিয়ে বা টিকে থাকার স্ট্রাগল, বিলিয়ন ডলার বিজনেসমেনের হাফ বিলিয়ন ডলার লোন পরিশোধের স্ট্রাগল, পরের মাসে এপ্লয়িদের বেতন শোধ করার স্ট্রাগল, দেওলিয়া হয়ে যাওয়ার স্ট্রাগল আমাদের সাধারণ মানুষদের সম্মানের সাথে মোটামুটি খেয়েপরে বেচে থাকার স্ট্রাগলের চেয়ে কম ইনটেনসিভ নয়। 


নিজেকে খুব অসহায়, হতাশাগ্রস্ত , বিপদে নিপতিত মনে হয়? থামুন, ভাবুন।  হলে এটাই স্বাভাবিক। না- তেমন কোন  স্ট্রাগল খুজে পাওয়া যাচ্ছে না? বিলিভ মি, ইটস নো গুড সাইন। আপনি ইউনিভার্সাল কোডকে ফাকি দিতে পারবেন না।  আপনার স্ট্রাগল দরজার কাছাকাছি চলে এসেছে। প্রস্তুত হোন। 


আমরা কি ইউনিভার্সাল কোডিং চেইঞ্জ করতে পারি? পুরোটা সম্ভব না, তবে অনেকটা  চেষ্ঠা করতেই পারি। এবং উচিত। নতুন কোডিং ( সফটওয়ার , স্পেসিফিক ইন্সট্রাকশন) খুব কাজের। ফর দ্যা টাইম বিইং কিছু একটা হবে , কিন্তু আবার প্রস্তুত হোন পরের স্ট্রাগ্ললের জন্য। 


যাইহোক, আমাদের নিজেদের জন্য সবচেয়ে ভালো কোডিং ইন্সট্রাকশন হচ্ছে যা কিছু হচ্ছে বা  হবে তা  উদারভাবে  মেনে নেয়া নেয়ে, প্রয়োজন হলে ফাইটব্যাক করা। পরের স্ট্রাগলের জন্য অপেক্ষা করা, পারলে প্রস্তুত হওয়া। 


ভুল করে মনে হয়, হয়তোবা স্ট্রাগল কোন ইন্সট্রাকশন নয়, এটাই কোডিং ল্যাংগুয়েজ। 


"'A journey is a person in itself; no two are alike. And all plans, safeguards, policing, and coercion are fruitless. We find that after years of struggle that we do not take a trip; a trip takes us." 

- John Steinbeck.

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত

আধুনিক আমলাতন্ত্র: ওয়েবার থেকে ইভানস

চেপে রাখা অর্থণীতি: মুক্তবাজারের মিথ্যাবাজার

জাতিসমূহের অর্থনৈতিক ইতিহাসের সংক্ষিপ্ত কথন

চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ

বিনির্মাণঃ ধ্বংসাত্মক সমালোচনার বৈধতা

সজল রোশানের ' রিলিজিয়াস মাইণ্ডসেট' কেমন?

ভাবাদর্শিক রাষ্ট্রচিন্তা: আলথুসেরের রাষ্ট্রপাঠ