বিত্ত নয় চাই পূর্ণতা

 জীবনের ভ্রমণ নাতিদীর্ঘ। দম ফেলার আগেই শেষ। এ জীবনে সবচেয়ে প্রয়োজনীয় অনুভূতির নাম কি সুখ? আদতে সুখ বায়োলজিক্যালি ক্ষণস্থায়ী এক অনূভুতি। এর  স্থায়ীত্ব দেয়া সম্ভব না। সুখ নয়, বরং ক্ষণস্থায়ী এ জীবনের সবচেয়ে  কাঙখিত অনূভূতি হওয়া উচিত পরিপূর্ণতা। পরিপূর্ণ পরিপরিপূর্ণতা খুজে পাওয়াও  মোটামুটি অসম্ভব। পরিপূর্ণতার যতটা কাছাকাছি পৌছা  যায়- সেটাই হওয়া উচিত জীবন চলার লক্ষ্য। 


শুধু নিজেকে নিয়ে মানুষের পরিপূর্নতা পাওয়া সম্ভব না। একক মানুষ অসম্পুর্ণ, অপরিপূর্ণ। নিজে ভাল খেলে,  পরলে, পড়লে,   ঘুরলে,  থাকলে, জ্ঞান অর্জন করলে  সাময়িক সুখ আসে, কিছু সময় পর  আবার এ অনুভুতি চলে যায়। 


আমরা ছয় মিলিয়ন বছর ধরে  সার্ভাইভ করতে শিখেছি পরিবার , গোত্র হিসেবে। ১০হাজার বছর ধরে সভ্য হতে শিখছি সমাজ , দেশ ও বিশ্বপটের সন্তান হিসেবে। আমরা একক কেউ না। একক হিসবে কখনো কোথাও ছিলাম না। সবাই মিলে আমরা পরিপূর্ণ। 


নিজের অর্জিত অর্থ-বিত্ত-জ্ঞান আমাদের পরিবার, আপনজন,  সমাজ , দেশ ও বিশ্বমানবতার কোন কাজে লাগাতে পারলে  আমাদেরকে পরিপূর্ণতার অনুভুতি দিতে পারে। 


অন্যকে দেয়ার জন্য সবার আগে নিজের অর্থ-বিত্ত-জ্ঞান অর্জন করতে হয়। এ অর্জনের প্রচেষ্টা হোক আমাদের  পথচলার জন্য শক্তির উৎস। অর্জিত অর্থ-বিত্ত-জ্ঞান মানুষের উপকারে লাগানোর সংগ্রাম হোক আমাদের পরিপূর্ণতার সোপান।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত

আধুনিক আমলাতন্ত্র: ওয়েবার থেকে ইভানস

চেপে রাখা অর্থণীতি: মুক্তবাজারের মিথ্যাবাজার

জাতিসমূহের অর্থনৈতিক ইতিহাসের সংক্ষিপ্ত কথন

চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ

বিনির্মাণঃ ধ্বংসাত্মক সমালোচনার বৈধতা

সজল রোশানের ' রিলিজিয়াস মাইণ্ডসেট' কেমন?

ভাবাদর্শিক রাষ্ট্রচিন্তা: আলথুসেরের রাষ্ট্রপাঠ