ডোনাট মডেলঃ প্রয়োজন নতুন অর্থনৈতিক কাঠামোর
– ভাত দিবার পারোস না ভাতার হবার চাস- কেমন মরদ তুই হারামজাদা?-কাজী রোজী প্রচলিত এই অর্থনীতি কিছুই দিতে পারেনি। পৃথিবীর সবাইকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারেনি, সবার মাথা গোঁজার ঠাই দিতে পারেনি। প্রতিরোধ দূরের কথা, এ অর্থনৈতিক ব্যবস্থা নিজেই বলতে পারে না সে কবে ধ্বসে পড়বে। অল্প কজন মানুষকে সম্পদের পাহাড় গড়তে দিয়ে, সকলকে করেছে নিঃস্ব- - এ প্রকৃতি ও পরিবেশকে করেছে রিক্ত। পুরনো আমলের বাসী-পচা এ তত্ত্বগুলো আমরা আওড়ে যাই, পড়ে যাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। ধরে নেই এ জিডিপির গ্রোথ, সাপ্লাই-ডিমান্ড থিওরি কিংবা, নিউটনের পদার্থ বিজ্ঞানের অনুকরণে জোর করে তৈরি স্লিম-সেক্সি- অর্থনৈতিক সমীকরণগুলো আমাদের সকল সমস্যার সমাধান করবে। কিন্তু হায়! এ বড্ড সেকেলে, অপ্রয়োজনীয্ চাপিয়ে দেওয়া তত্ত্ব ও প্রয়োগ চেপে বসেছে সিন্দাবাদ এর ভূতের মত- না আমরা পারি ছেড়ে দিতে- না সে আমাদের ছেড়ে যায়। প্রচলিত এই অর্থনীতি শেখায় যোগান-চাহিদার সাম্যবস্থা তৈরি করা; বছর বছর লাফিয়ে লাফিয়ে গ্...