আধুনিক আমলাতন্ত্র: ওয়েবার থেকে ইভানস
সূত্র: প্রুশিয়ার ইতিহাস (১৬ শতক থেকে ২০ শতকের প্রথমার্ধ) ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি ছোট সামন্ততান্ত্রিক অঞ্চল হিসেবে শুরু করে, পরবর্তীতে এটি জার্মানির সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হয় এবং জার্মান একীকরণের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠে। সামরিক নিয়ন্ত্রণ, আমলাতান্ত্রিক পদ্ধতি, এবং ইউরোপীয় ক্ষমতার ভারসাম্যে প্রুশিয়ার প্রভাবশালী ভূমিকা রয়েছে। প্রুশিয়া আজ আর রাষ্ট্র হিসেবে নেই, তবুও ইউরোপের ইতিহাসে এর গভীর প্রভাব রয়েছে। ফ্রেডরিক দ্য গ্রেট (১৭৪০-১৭৮৬) প্রুশিয়াকে ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। ওটো ভন বিসমার্ক জার্মানির একীকরণের প্রধান কারিগর ছিলেন। ১৮৭১ সালে ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের পর প্রুশিয়া জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এবং প্রুশিয়ার রাজা উইলহেম প্রথম জার্মানির সম্রাট হিসেবে ঘোষিত হন। প্রুশিয়া জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির পরাজয়ের ফলে ১৯১৮ সালে জার্মান সাম্রাজ্যের পতন ঘটে এবং প্রুশিয়ার রাজতন্ত্রের অবসান হয়। ১৯১৯ সালে ভেইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রুশিয়া তার স্বাধীনতা হারায়। দ্বিত...