ট্রেন্ড কেন নর্ম নয়?
কেউ কেউ ফেসবুকার, ইউটিউবার , টিকটকার, ফুড ব্লগার হতে চাইলে মন খারাপ করার কিছু নেই। এটা আসলে সময়ের দাবী। বাংলাদেশীরা যে হতে চায় এমন না, সব দেশেই হতে চায়। যেখানে যেটা বেশি চাহিদা , হাইপ বেশি, পপুলারিটি বেশি, সাপ্লাই সেটার আসবেই। এটা এডাম স্মিথ বলে গেছেন। কথাটা সব সময়ের জন্য সত্য। ১৭২০ সাল। সরকারের হস্তক্ষেপে স্টক মার্কেট রমরমা। বুদ্ধিমান ও পাকা এক ব্যক্তি নিজের বুদ্ধি ও দক্ষতাবলে কামানো টাকা হিসেব করে ইনভেস্ট করলেন 'সাউথ সি কোম্পানির' স্টকে। অল্পদিনে এই কোম্পানির শেয়ার আকাশে উঠছিল। চতুর এই লোক ঝোপ বুঝে কোপ মারলেন। ১০০% প্রফিটে সে সময়ে ৭০০০ পাউন্ড লাভ করলেন। যে শেয়ারের দাম জানুয়ারীতে ১২৮ পাউন্ড , জুলাইতে হাজার পার হয়ে যাচ্ছিল। তার আবার খচখচানি শুরু হয়ে গেল। আশে পাশে সবাই পাউন্ড ঢালছিল আর লাভের খবর দিচ্ছিল। পাউন্ডের গন্ধ আকাশ বাতাস ম-ম করছিল। যারা পাচক, ক্লিনার, হোম সার্ভেন্ট হিসেবে কাজ করত, তারাও বাষ্প সকট কিনে ড্রাইভার রাখা শুরু করল, নিজেদের জন্যেই আবার পাচক ক্লিনার রাখা শুরু হলো। স্মার্ট ব্যক্তিটি আর চুপ থাক্তে পারলেন না। লাভের টাকার সাথে আরো ধারদেনা করলেন ,...